বিনোদন ডেস্ক : ফাঁকা ঘরে চলমান টিভির সামনে হিন্দি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক যুবতী! নব্বইয়ের দশকের বিখ্যাত গানে হিন্দি সিনেমার লেডি সুপারস্টারকে নকল করে নাচতে দেখা গেল তাকে। বলাবাহুল্য মুহূর্তের মধ্যেই, সুন্দরী ওই মহিলা নাচের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়!
নব্বই দশকের বিখ্যাত হিন্দি গান “মাখনা” গানে অমিতাভ, গোবিন্দা এবং মাধুরীর trio পারফরম্যান্সের কথা কার মনে নেই। আর সেই গানে অবিকল মাধুরী দীক্ষিতের মতো সাজ পোশাক পড়ে নাচতে দেখা গেল সুন্দরী যুবতীটিকে। সম্পূর্ণ মাধুরীর মতই সাদাকালো চেক স্কার্ট সাথে কালো বর্ণের ক্রপ টপ ও কালো জ্যাকেট পরিহিত অবস্থায় গানের তালে তাল মিলিয়ে নাচতে দেখা গেল তাকে।
খোলা চুল, হাই হিল বুট এবং হালকা মেকআপে তাকে দেখাচ্ছিল অসাধারণ সুন্দরী। ভাইরাল হওয়ায় যুবতীর নাম সপ্না পৌডেল। তার সোশ্যাল মিডিয়া একাউন্ট ফলো করলেই বোঝা যায় বিভিন্ন হিন্দি গানের তালে নাচ করে বহুবার ভাইরাল হয়েছে সে। মূলত গানের নায়িকার মতই অবিকল নৃত্যশৈলী এবং সাজপোশাকের অনুকরণই হলো তার কনটেন্টের মূল উপজীব্য বিষয়।
কিছুদিন আগেই সারা আলি খানের বিখ্যাত আইটেম সং “চকাচক” গানটিতে নেচে ভাইরাল হয়েছিল সে। এবারও অন্যথা হলোনা তার! পূর্বে যেখানে নিজের প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরার জন্য দিতে হতো অডিশনে লম্বা লাইন সেখানে এই যুবতীর মতনই নানান অনামি শিল্পীরা মুঠোফোনের বদৌলতে এক ক্লিকেই পৌঁছে যাচ্ছেন বিশ্ব দরবারে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।