Advertisement
আগামীকাল ১৪ জুলাই রোববার লন্ডনের লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে। আর এই ম্যাচে মাঠে নামার আগেই বড় সুসংবাদ পেয়েছে দুইদল।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টি। বৃষ্টির কারণে গ্রুপপর্বের বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়। ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রিজার্ভ ডে তে গড়ায়। তবে সুখবর হল আগামীকালের ফাইনাল ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
ম্যাচ চলাকালীন বৃষ্টি আসার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে অ্যাকুওয়েদারের পূর্বাভাস। বিশ্বকাপের ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। তবে ম্যাচকালীন লন্ডনের তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যার ফলে লন্ডনে স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্ভাবাস অনুযায়ী রোববার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।