ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াতে যাচ্ছে হাই-ভোল্টেজ এই ম্যাচটি।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই স্কোর বোর্ড লেখা পর্যন্ত , ভারত – ২৩ ওভারে ৫ উইকেটে ৭১ রান করে।হার্দিক পান্ডিয়া (২২) , ধোনি ()
ঋষভ পন্থ আউট!
ব্যাট হাতে ধীরগতিতে এগিয়ে নিতে থাকেন পন্থ ও হার্দিক।
কিন্তু সেই জুটিতে আঘাত করেন স্যান্টনার। ৫৬ বলে ৩২ রান করে স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন পন্থ।
দীনেশ কার্তিক আউট!
২৫ বলে ৬ রান করে নিশামের দুর্দান্ত ক্যাচে হেনরির তৃতীয় শিকার হন দীনেশ কার্তিক।
লুকেশ রাহুল আউট!
৫ রানেই দুই উইকেট হারানো ভারতকে ফের ধাক্কা দেয় নিকোলস। দলীয় চতুর্থ ওভারে এসে তিনি তুলে নেন লুকেশ রাহুলকে। তিনিও আউট হন ১ রান করেই।
বিরাট কোহলি আউট!
রোহিতের পর বিরাট বোল্টের বলে lbw হয়ে ফিরে যান। তিনি ৬ বলে ১ রান করেন।
রোহিত শর্মা আউট!
হেনরির বলে কেচ আউট হন রোহিত। তিনি ৪ বলে ১ রান করে ফিরে যান।
স্কোর বোর্ড , নিউজিল্যান্ড- ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান করে। তারা ভারতকে অল্প রানের টার্গেট দেয়। ফাইনালে ওঠার জন্য ভারতের প্রয়োজন ৫০ ওভারে ২৪০ রানের।
ম্যাচের ৪৬.১ ওভারে বৃষ্টি আঘাত হানলে ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। রিজার্ভ ডে থাকায় আজ আবারো মাঠে নেমেছে এই দুই দল। গতকাল ৪৬.১ ওভারে ৫ উইকেট ২১১ রান করেছিল নিউজিল্যান্ড।
কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরি
দুই উইকেট হারানোর পর আস্তে আস্তে খেলে উইকেট ধরে নিজের হাফ সেঞ্চুরি তুলেনেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। ৭৯ বলে ৫০ করেন তিনি।
হেনরি নিকোলস আউট! (১৮.২ ওভারে ৬৯ রান)
তিনি জাদেজার বলে বোল্ড আউট হন। আউট হবার সময় তিনি ৫১ বলে ২৮ রান করে ফিরে যান।
মার্টিন গাপটিল আউট! (৩.৩ ওভারে ১ রান)
মাত্র ১ রানে আউট হয়ে ফিরে যান গাপটিল। বুম্রার বলে কেচ তুলে দেন বিরাট কোহলির হাতে।
পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে রাউন্ড রবিন পর্ব শেষ করেছে কোহলিবাহিনী। নয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজয়ের মুখ দেখেছে তারা।
তাই স্বাভাবিকভাবেই ভারতকে হারাতে হলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে কিউইদের। চার নম্বর দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
পাকিস্তানের সমান ১১ পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে থাকায় টিকে গেছে তারা টুর্নামেন্টে। শেষ চারে জায়গা পেতে কিছুটা কষ্ট করতে হয়েছে কিউইদের। ফলে প্রত্যাশার চাপের ক্ষেত্রে কিছুটা নির্ভার থাকতে পারছে তারা।
খেলাটি লাইভ দেখুন এই লিঙ্কে
নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশঃ রোহিত শর্মা, লুকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।