শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রশিদের এক ওভারে ১৮ রান নিয়ে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের মধ্যেই চোটে পড়ে মাঠের বাইরে যাওয়া রশিদ আসেননি সংবাদ সম্মেলনে।
আফগান অভিষিক্ত পেসার নাভিন উল হক সংবাদ সম্মেলনে আসেন আফগানিস্তানের প্রতিনিধি হয়ে। অভিষেকে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় তুলে নেন ২ উইকেট। মনে রাখার মত অভিষেকই বলা যায় এই তরুণ পেসারের জন্য।
কিন্তু ক্যারিয়ারের প্রথম ম্যাচেই সংবাদ সম্মেলনে এসে নিজের এমন অভিষেক নিয়ে প্রশ্নের চেয়ে বেশি প্রশ্ন এসেছে দলপতি রশিদ খানকে নিয়ে।
একজন রশিদ খানের দলে না থাকা বেশ বড় সুযোগ তৈরি করে প্রতিপক্ষের জন্য। তবে রশিদকে নিয়ে এখনই কিছু বলতে পারছেনা দলের ম্যানেজার নাজির জার আব্দুর রহিম জাই।
এ প্রসঙ্গে তিনি জানান, ‘ফিজিও দেখছে তাকে। দুই–তিন দিন সময় আছে মাঝে। দেখা যাক কী হয়। এখনই বলতে পারছি না সে খেলতে পারবে কি পারবে না।’
ফাইনালের আগে সময় আছে দুদিন, এই সময়ে পুরো ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী আফগান ম্যানেজার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার নাভিন উল হককে করা প্রশ্নের জবাব দিতে গিয়ে নাজিম বলেন, ‘সে ভালো করছিল, দেখি কি হয়।
আমাদের হাতে আরও দুই-তিনদিন সময় আছে পুনর্বাসন প্রক্রিয়া চালানোর। আশা করছি চোট গুরুতর নয়। সে আমাদের অধিনায়ক ও সেরা খেলোয়াড়। আগামীকাল (আজ) আমরা তাকে পর্যবেক্ষণ করবো তারপর সিদ্ধান্ত নিব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।