স্পোর্টস ডেস্ক: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে লঙ্কানরা।
গতকাল রবিবার তারণ্য নির্ভর দল নিয়ে শিরোপা জয় করায় ম্যাচের পর সবাই আর্থিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার ক্রিকেট দলটির প্রশংসায় পঞ্চমুখ। দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলের এমন সাফল্যে বেশ খুশি হয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরও।
প্রতিবেশী রাষ্ট্রের জয়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপ জয়ী ওপেনারকে এই টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবেই পাওয়া গিয়েছে।
ফাইনালে পাকিস্তানের পরাজয়ের পর স্টেডিয়ামে উল্লাসে মাতেন শ্রীলঙ্কার সমর্থকরা। এ সময় আবেগ ধরে রাখতে পারেননি গম্ভীর। গম্ভীর শ্রীলঙ্কার সমর্থকদের সামনে গিয়ে তাদের দেশের পতাকা হাতে তুলে ধরে দেখান।
এই দৃশ্যের ভিডিও গম্ভীর নিজেই সামাজিক মাধ্যম টুইটারে শেয়ার করেছেন। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে গম্ভীর লিখেছেন, ‘সুপারস্টার টিম…সত্যিকারের জয়ের দাবিদার!’ এর সঙ্গেই গম্ভীর হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ‘ অভিনন্দন শ্রীলঙ্কা’।
Superstar team…Truly deserving!! #CongratsSriLanka pic.twitter.com/mVshOmhzhe
— Gautam Gambhir (@GautamGambhir) September 11, 2022
এর আগে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। গতকাল পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরলো লঙ্কানরা।
আইসিসি’র মাসসেরা হয়ে নতুন এক ইতিহাসে নাম লেখালেন সিকান্দর রাজা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।