ফাইনালে মাঠে নামার আগে মেসিকে ছেলের আবেগঘন চিঠি

মেসি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের পর্দা নামছে আজ। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।

এর আগে ২০১৪ সালে ফাইনালে ওঠলেও ফিরতে হয়েছিল খালি হাতে। তবে এবার সেই সুযোগ হাত ছাড়া করতে চায় না স্বয়ং মেসি। আর এমন ম্যাচের আগে মেসিকে আবেগঘন চিঠি লিখলো তার ছেলে থিয়াগো।
মেসি
আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দেওয়ার অনুরোধ জানিয়েছে থিয়াগো। নিজের খাতায় বাবাকে নিয়ে লেখা চিঠিতে থিয়াগো লিখেছে, ‘আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।’ সেই চিঠিতে আর্জেন্টিনার একটি অনুপ্রেরণামূলক গানের কথাও উল্লেখ করেছে থিয়াগো।
মেসি ছেলে
ছেলের চিঠি লেখার কথা জানিয়েছে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। বিশ্বকাপের শুরু থেকেই কাতারে অবস্থান করছেন তিনি। আন্তোনেলা জানান, ফাইনালের গুরুত্ব ছেলেরাও বুঝতে পারছে।

৭৩ হাজার টাকায় গরু ক্রয়, এক হাজার মানুষকে খাওয়াবেন আর্জেন্টিনার সমর্থকরা