স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মঙ্গলবার দিবাগত রাতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে ঘরের মাঠে হেরেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। তবে ম্যাচ হারলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জার্গেন ক্লপের শিষ্যরা।
অ্যানফিল্ডে মঙ্গলবার দিবাগত রাতে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ।
তবে প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে পৌঁছে গেছে অলরেডরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।
বিরতির পর ৬১তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে গোল করে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ। অ্যালিক্সেস সানচেজের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। গোল পাওয়ার দুই মিনিট পরই ইন্টার শিবিরে হতাশা নামে। থিয়াগো আলকানতারাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সানচেজকে।
ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়েই খেল সফরকারীরা। তবে প্রতিপক্ষের এই দুর্বলতাকে কাজে লাগাতে পারেনি লিভারপুলও। ফলে হেরেই মাঠ ছাড়েন সালাহ-মানেরা। প্রথম লেগের সফলতাই পরের রাউন্ডে তুলে দিয়েছে অলরেডদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।