আগামী ১৪ জুলাই চলতি বিশ্বকাপের ১২ তম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে দুই ফেভারিট দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিউজিল্যান্ড অপরদিকে অস্ট্রেলিয়াকে টোপকে ফাইনালের টিকিট ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
তবে এবার প্রায় ১৪ বছর পর ফ্রিতে ক্রিকেট ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইংলিশ টেলিভিশন ‘চ্যানেল ফোর’।
উল্লেখ্য ২০০৫ সালে ঘরের ৫ অ্যাশেজ জয়ের পর বিনা টাকায় টিভিতে সরাসরি দেখানো বন্ধ করে দিয়েছিল। এত বছর আবার সেটা চালু করার ব্যাপারটা খুব ভালো লেগেছে বলে জানায় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের। এই ব্যাপারে তিনি বলেন, সবাই ফাইনাল দেখার সুযোগ পাবে এটা দারুণ ব্যাপার। ২০০৫ সালের অ্যাশেজ আমার জন্য দারুণ মুহূর্ত ছিল যখন থেকে ক্রিকেট অসাধারণ লাগা শুরু করে। পুরো গ্রীষ্মের মৌসুমে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল।
দীর্ঘ ২৭ বছর পর ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। আর তাই সেই উত্তেজনা ও আনন্দ দেশের সবত্র ছরিয়ে দিতে চাইছে ইংলিশরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।