জুমবাংলা ডেস্ক: ফাইনাল জিতবে মেসি, আমরা খাবো খাসি’ শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস মাতিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্বকাপের ফাইনালে প্রিয় দলকে শুভ কামনা জানিয়ে মিছিল বের করেন তারা।
মিছিলের আগে আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা টুকটাকি চত্বরে জড়ো হন। তারা একটা মাঝারি আকারের খাসি নিয়ে আসেন। খাসির গলায় জড়িয়ে দেন আকাশী সাদা পতাকা। পরে শুরু হয় স্লোগান আর নাচানাচি।
শ্লোগানে মেসি ভক্তরা বলেন, ‘ম্যাচ জিতবে মেসি, আমরা খাবো খাসি, কাপ নিবে মেসি, আমরা খাবো বিরিয়ানি।’, ‘হই হই রই রই, ব্রাজিল ফ্যানেরা গেল কই’ ইত্যাদি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ রুনু মিছিলের নেতৃত্ব দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ইহতেশামুল হক ইবনুর বলেন, ‘বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সে ধারাবাহিকতায় আইন বিভাগের পক্ষ থেকে খাসিটি কেনা হয়েছে। রাতে জবাই করে পিকনিক করা হবে। যারা খেলা দেখতে যাবেন তাদের খাওয়ানো হবে।’
এদিকে, পুরো ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে৷ তারা জার্সি পরে নেচে গেয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে প্রস্তুত। শেখ কামাল স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। ১৭টি হলেও খেলার দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের বাজনার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রার ছবি আপলোড করেছে। এতে ভক্তরা খুবই উচ্ছ্বসিত হন। রাতে ফ্রান্সকে হারিয়ে লিওনেল মেসির হাতে বিশ্বকাপ উঠবে এমনটাই প্রত্যাশা করছেন সমর্থকরা।
শিরোপার ক্ষুধা মেটাবে আর্জেন্টিনা, ট্রফি উঠবে মেসি হাতে: পূজা চেরি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।