স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। পুরো বিপিএলেই ঢাকার দর্শকরা তেমনভাবে সাড়া দেয়নি। ঢাকা পর্বের বেশির ভাগ ম্যাচেই ফাঁকা ছিলো গ্যালারি। তবে এবার ফাইনাল শুরুর আগেই দেখা যায় ব্যতিক্রম চিত্র।
ম্যাচ শুরুর প্রায় তিন ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে ঢোকার গেটগুলোতে দেখা যায় দর্শকদের ভিড়। তাই ফাইনাল ম্যাচের টিকেটের বাড়তি চাহিদা লক্ষ্য করা যায়। সকাল থেকে টিকেট বুথে লাইনে দাঁড়িয়েও অনেকে টিকিট পাননি। অনেক দর্শকই টিকেট কালোবাজারির অভিযোগ করেন।
তারা অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু ফাইনালের টিকেট পাচ্ছি না। কাউন্টার থেকে বলছে টিকেট শেষ। এতো টিকেট গেলো কোথায়? বেশিরভাগ টিকিট ব্ল্যাকারদের হাতে চলে গেছে। বাইরে ঠিকই বেশি দামে টিকেট পাওয়া যাচ্ছে।’
ফাইনাল দেখতে আসা অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেন। আর ক্ষোভ প্রকাশ করাই স্বাভাবিক। প্রিয় দলের খেলা দেখতে এসে টিকেট না পেলে মন খারাপ তো হবেই। অনেকে টিকেট নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অনেক ক্রিকেট পাগল আছেন যারা টিকিট বুথে টিকিট না পেয়ে শেষ পর্যন্ত ক্ল্যাকারদের শরণাপন্ন হন। যার কারণে ৪০০ টাকার টিকিট ১২০০ টাকা দিয়ে কিনতেও দ্বিধাবোধ করেননি।
তবে যারা টিকেট পেয়েছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখে প্রিয় দলকে সমর্থন জানাতে লাইনে দাঁড়িয়ে আন্ন্দ প্রকাশ করেন। তবে যত কিছুই হোকনা কেনো, একটি জমজমাট ফাইনাল দেখার অপেক্ষোয় ক্রিকেটপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।