স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেই চোখ বাংলাদেশের যুবাদের। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শেষ চারের লড়াইয়ে লাল-সবুজ শিবিরের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল।
ফাইনালে উঠার লক্ষ্যটা সামনে রেখে সেমিফাইনালে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র টাইগার ক্যাপ্টেন আকবর আলী।
টসে হেরে ব্যাট করতে নামলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে কিউইরা। ফাইনাল নিশ্চিত করতে টাইগার যুবাদের লক্ষ্যমাত্রা ২১২ রান।
নিউ জিল্যান্ড দলের হয়ে অপরাজিত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান বেকহ্যাম হুইলার-গ্রিনল। ব্যক্তিগত ৮৩ বল থেকে ৭৫ রান করেন, যার মধ্যে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।
অন্যদিকে, বাংলাদেশ যুবাদের হয়ে ইনিংস সেরা বল করেন, শরিফুল ইসলাম। ১০ ওভার বল করে ২টি মেডেন ও ৪৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড- ৫০ ওভার ২১১/৮ (বেকহ্যাম হুইলার-গ্রিনল ৭৫*)
(শরিফুল ইসলাম ১০-২-৪৫-৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।