বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দঙ্গল খ্যাত নায়িকা ফাতিমা সানা শেখ
, এমন খবর ছড়িয়ে পড়ো গোটা বলিপাড়ায়। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চলছে জল্পনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।সম্প্রতি তার নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। জানালেন তিনি একাই আছেন।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ফাতিমাকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে। উত্তরে ফাতিমা বলেন, আমি আপাতত একাই আছি। এর মাধ্যমে ফাতিমা ও বিজয়ের গুঞ্জন শেষ হলো।
ফাতিমার মতে, যেখানে দুজন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন, সেটাই সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয় বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি।
এ তো গেল ছবির কথা। বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি, প্রশ্ন শুনেই হেসে ফেলেন ফাতিমা। তার উত্তর, ‘তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার। অন্তত আমার জীবনে তো নেই।’
রসিকতা করে তিনি বলেন, ‘ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।