নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মহাসচিব (কল্যাণ ও পুর্নবাসন) সরকার ফারহানা আকতার সুমি।
শুক্রবার বিকালে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীরাঙ্গণা, মুক্তিযোদ্ধা পরিবার, শ্রমজীবীসহ বিভিন্ন পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও সাবান।
এ সময় মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার বুলু, ডিমলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম কুমার রায় উপস্থিত ছিলেন।
আওয়ামী যুব মহিলা লীগের সহ-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি বলেন, উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি ও নাউতারা ইউনিয়নে অনটনে থাকা ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে প্রথম পর্যায়ে। পরবর্তীতে আরও ৩ হাজার মানুষকে এই সহায়তা দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।