ফারহানের সঙ্গে হৃতিকের উদ্দাম নাচ ভাইরাল

ফারহানের সঙ্গে হৃতিকের

বিনোদন ডেস্ক : শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। জাভেদ আখতারের খণ্ডালার খামারবাড়ি ‘সুকুনে’ বিয়ে সারেন তাঁরা। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সারলেন দুজনে। জুটির বিয়েতে হাজির ছিলেন ঘনিষ্ঠ বন্ধু হৃতির রোশন। পুরনো বন্ধুর বিয়েতে জমিয়ে নাচতে দেখা যায় তাঁকে।

ফারহানের সঙ্গে হৃতিকের

নেটমাধ্যমে ভাইরাল হয়েছে হৃতিক এবং ফারহানের নাচের ভিডিয়ো। তাঁদের ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ‘সেনোরিটা’ গানে জমিয়ে নাচ করেন তাঁরা। অনুরাগীদের পুরনো স্মৃতি উসকে দেন তাঁরা। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ছবিতে ইমরান ও অর্জুন নামে পুরনো বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান ও হৃতিক। তাঁদের নাচ দেখে মুগ্ধ অনুরাগীরা।

এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ফারহান-শিবানীর বিয়ের আসরের কয়েক মুহূর্তের ঝলক। সেখানে দেখা যাচ্ছে নবদম্পতি দু’জন জমিয়ে নাচছেন শঙ্কর মহাদেবনের গাওয়া ‘দিল চাহাতা হ্যায়’ গানে। শাবানা আজমি, আনুশা দান্ডেকর, রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে।

কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান এবং শিবানী। বিয়ের এই শপথগুলি নিজেরাই লিখেছেন তাঁরা! ফারহান-শিবানীর বিয়েতে সপরিবারে হাজির হয়েছেন হৃতিক রোশন। বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশনের সঙ্গে লেন্সবন্দি হল তারকা। সাদা পাঞ্জাবি আর গোলাপি জহর কোটে দেখা মেলে তাঁর।