ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুমবাংলা ডেস্ক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র বাছাইকৃত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। এতে ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।