জুমবাংলা ডেস্ক: মেধাবী শিক্ষার্থী ফালগুনী দাসের ঢাবিতে ভর্তির স্বপ্নপূরণে তার পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। গেল ৩ আগস্ট জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মেধাবী এ শিক্ষার্থীকে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ও অন্যান্য খরচ নির্বাহের জন্য নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী জানান, ফরিদপুর শহরের লক্ষ্মীপুরের এক অসহায় পরিবারের মেয়ে মেধাবী শিক্ষার্থী ফালগুনী দাস। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ফালগুনীর স্বপ্ন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। কিন্তু দেশসেরা এ বিদ্যাপীঠে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও দরিদ্রতার কারণে তার পড়াশোনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘একটি মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তার খোঁজখবর নেওয়া হয়। ফালগুনীর উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও তার পাশে থাকার চেষ্টা করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।