
জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে ফাস্টফুডের একটি দোকানে এসি বিস্ফোরণে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন।
শনিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী দনিয়া গোয়ালবাড়ি মোড় এলাকায় ফাস্টফুডের একটি দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধ দু’জন হলেন, ইমরান (১৮) ও সাইফুল (২০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা দিলীপ দাস জানান, সকালে দোকানে মালপত্র বের করে পরিষ্কার করছিল দু’কর্মচারী। হঠাৎ দোকানের ভেতরে থাকা এসিটি বিস্ফোরিত হয়। এতে দুইজন দগ্ধ হয়।
বার্ন ইউনিট থেকে একটি সূত্র জানান, দু’জনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের কত শতাংশ পুড়েছে তা জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, দগ্ধ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।