বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফাস্ট চার্জিং প্রযুক্তির ওপর বর্তমানে একাধিক স্মার্টফোন সংস্থা কাজ করছে। ইনফিনিক্স ইতিমধ্যেই তাদের ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি জনসমক্ষে এনেছে। চীনা সংস্থা শাওমিও বেশ কয়েকমাস আগে তাদের ২০০ ওয়াট হাইপারচার্জ ফাস্ট চার্জিং সিস্টেমের উপর থেকে পর্দা সরিয়েছে।
যদিও কয়েকটি নিরাপত্তা জনিত কারণে এখনও এই চার্জিং সিষ্টেম বাণিজ্যিক ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত নয় বলেই জানা যাচ্ছিল। তবে এখন এক জনপ্রিয় চীনা টিপস্টার দাবি করেছেন ২০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিকে শীঘ্রই বাণিজ্যিকীকরণ করা হবে।
নতুন চার্জিং প্রযুক্তির আনুষ্ঠানিক বাজারজাতের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শাওমি ২০০ ওয়াটের চার্জিং প্রযুক্তির অধিক উৎপাদন শুরু করবে।
কবে মা জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
অন্যদিকে অপো এরই মধ্যে ১২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং প্রযুক্তির উৎপাদন শুরু করে দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ডুয়াল সেল ব্যাটারিতে চার্জিং প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। পাশাপাশি ব্যাটারি সেফটি ডিটেকশন চিপ ব্যবহারের মাধ্যমে স্মার্ট চার্জিং প্রযুক্তি স্থাপনে কাজ করছে।
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) জানিয়েছেন, শাওমি ও ওপ্পো – এই দুই চীনা সংস্থা এই মুহুর্তে ২০০ ওয়াট চার্জিং সলিউশন নিয়ে পরীক্ষা করছে। আশা করা হচ্ছে এই সংস্থাগুলি বাণিজ্যিক ব্যবহারের জন্য ২০০ ওয়াট চার্জিং প্রযুক্তি বাজারে আনবে। অর্থাৎ আসন্ন শাওমি বা ওপ্পো ফোনগুলি ২০০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার সহ বাজারে পা রাখতে পারে অথবা নিদেনপক্ষে আলাদাভাবে ২০০ ওয়াট অ্যাডাপ্টার বিক্রির জন্য বাজারে উপলব্ধ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।