স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজ জয় দিয়ে শুরু করলেও টাইগারদের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে খুব একটা উজ্জ্বল ছিলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়া অন্য পেসাররা। মোহাম্মদ সাইফউদ্দিন ভালো করলেও তার ভালো করার পেছনে অবদান ছিল ৩ উইকেট পাওয়া মাশরাফির মোড় ঘুরিয়ে দেওয়া বোলিংয়ের। সাইফউদ্দিনের মত মুস্তাফিজুর রহমানও পেয়েছেন দুটি উইকেট, তবে ছিলেন দৃষ্টিকটু খরুচে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন, পেসাররা সাফল্য পেতে হলে অনুসরণ করতে পারেন পেস আক্রমণ ও দলের নেতা মাশরাফিকে।
জালাল ইউনুস বলেন, ‘শুধু মুস্তাফিজই নয়, ফাস্ট বোলারদের কারো পারফরম্যান্সেই তেমন প্রতিফলন দেখিনি। পরে ভালো করলেও প্রথমদিকে ভালো করেনি, যেখানে নতুন বলে ওরা অ্যাটাক করার কথা। ২-১টা উইকেট বের করে আনা উচিত ছিল। শুরুতে উইন্ডিজকে চাপে রাখতে পারেনি।’
যদিও জয়ের ম্যাচে পেসারদের এমন পারফরম্যান্সে শঙ্কিত নন জালাল ইউনুস। তিনি মনে করেন, ডাবলিনের কনকনে ঠাণ্ডা বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব রাখছে, ‘তবে এটা শঙ্কিত হওয়ার মত কিছু না। ওখানে খুবই ঠাণ্ডা। আবহাওয়া অনেক বড় ব্যাপার। ঠাণ্ডার কারণেও পারফরম্যান্স এমন হতে পারে।’
একইসাথে তিনি দায় দেখছেন আয়ারল্যান্ডের বিচিত্র উইকেটেও। আয়ারল্যান্ডের উইকেট ইংল্যান্ডের মত নয় উল্লেখ করে এই বোর্ড পরিচালক বলেন, ‘আয়ারল্যান্ডের উইকেট খুব ফাস্ট মনে হলেও বল আসলে স্লো। উইকেটে দেখবেন বেশ পুরু ঘাস আছে। ওখানে মানিয়ে নিয়ে বোলিং করা খুব কঠিন। ইংল্যান্ডের মত নয়। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের উইকেট কিন্তু এক না।’
পেসাররা এই কন্ডিশনের সাথে মানিয়ে নেবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘মানিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। হয়ত একটা ম্যাচে মানিয়ে নিতে পারেনি, সামনে পারবে। তবে বিশ্বকাপে ভালো করতে হলে আমাদের ফাস্ট বোলারদের ধারাবাহিক হতে হবে, ব্রেক থ্রু তারাই এনে দিতে হবে।’
সাংবাদিকদের সাথে আলাপকালে তরুণ পেসারদের উদ্দেশ্যে তিনি রাখেন মাশরাফিকে অনুসরণের পরামর্শ। জালাল ইউনুস জানান-
‘রুবেল আছে, রাহী আছে, মুস্তাফিজ আছে। মাশরাফি দারুণ করছে। কাল উইকেট নিয়েছে। ঠিক এরিয়ায় বল করছে। খুব ভালো জায়গায় বল করে, ব্যাটসম্যানকে মারার সুযোগ দেয় না। এটা অন্য বোলাররা করতে পারেনি। তারা যদি মাশরাফিকে ফলো করে… মাশরাফি কোথায় কীভাবে বল করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।