বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিগগিরই নতুন একটি আপডেট আনতে যাচ্ছে ক্রোম, ফায়ারফক্স ও এজ ব্রাউজার। এরই মধ্যে তিনটি ব্রাউজার থেকে নতুন আপডেটের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। এ আপডেটের ফলে অনেক ওয়েবসাইট ব্রাউজ করা সম্ভব হবে না। ক্র্যাশ করতে পারে জনপ্রিয় কিছু ওয়েবসাইট। খবর নিউইয়র্ক পোস্ট।
তিনটি ওয়েব ব্রাউজার প্রতিষ্ঠান ১০০তম আপডেট আনতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীরা অধিক ব্যবহূত বেশকিছু ওয়েবসাইটে প্রবেশ করতে বা ব্রাউজ করতে পারবেন না। মূলত তিন সংখ্যার ভার্সন নাম্বারের কারণে অনেক ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্রাউজিং কমান্ড পরিচালনা করতে পারবে না।
ফোর্বসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, টি-মোবাইল, এইচবিও গো ও ইয়াহুর ওয়েবসাইট এরই মধ্যে সমস্যার মুখে পড়েছে। সাধারণ বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারের ভার্সন যাচাইয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। ফলে যদি কোনো ব্যবহারকারীর ব্রাউজার পুরনো বা অসমর্থিত হয় তাহলে তারা নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না।
কীভাবে তৈরী হলো কাঁচা বাদাম গান, দাদার সামনে ফাঁস করলেন ভুবন বাদ্যকর
ক্রোমের ক্ষেত্রে কাট অফ পয়েন্ট হচ্ছে ৪০। কেননা এসব ওয়েবসাইটে থাকা পুরনো কোড ভার্সনের প্রথম দুই সংখ্যা যাচাই করে। তাই ক্রোম, এজ ও ফায়ারফক্সের ১০০তম ভার্সনে সাইটগুলো ১০ হিসেবে গণ্য করবে। ফলে এগুলো ভিজিট করা সম্ভব হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।