কলার আইডি ও কল ব্লকিংয়ের অন্যতম মোবাইল অ্যাপ ট্রুকলার। যার মাধ্যমে সহজেই অপরিচিত নম্বর থেকে ফোন এলে শনাক্ত করা যায়। এছাড়া অ্যাপটির নানা ধরনের স্প্যাম কলগুলো ব্লকও করার ফিচার রয়েছে। এবার ব্যবহারকারীদের কণ্ঠ অনুকরণ করে কল রিসিভ করার ফিচার আনতে যাচ্ছে ট্রুকলার। যার নাম দেয়া হয়েছে ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট। ফিচারটি তৈরিতে মাইক্রোসফটের সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। খবর টেকক্রাঞ্চ।
সাম্প্রতিক বছরগুলোয় এআই দ্রুত এগিয়েছে। এ কারণে কোম্পানিগুলো এখন কম্পিউটার দিয়ে তৈরি ভয়েসের পরিবর্তে মানুষের মতো সত্যিকারের এআই সিন্থেটিক ভয়েস ব্যবহারের উপায় খুঁজছে। এরই অংশ হিসেবে ট্রুকলার জানিয়েছে, তারা এমন একটি এআইনির্ভর অ্যাসিস্ট্যান্ট তৈরি করছে, যা ব্যবহারকারীদের কণ্ঠ অনুকরণ করে ফোন কল রিসিভসহ বিভিন্ন কাজ করতে সক্ষম। ফিচার তৈরিতে মাইক্রোসফটের ভয়েস প্রযুক্তি অ্যাজুর এআই স্পিচ পরিষেবা ব্যবহার করবে ট্রুকলার।
ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট ফোন কল রিসিভ করে স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারবে। তবে আপাতত অ্যাসিস্ট্যান্ট ফিচারটি শুধু পেইড ভার্সনের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে ট্রুকলারের ফিচারটি চালাতে হলে ব্যবহারকারীদের ভয়েসের একটি ডিজিটাল কপি তৈরি করতে হবে।
এর জন্য প্রথমে অ্যাপকে পারমিশন বা সম্মতি দিয়ে ছোট একটি স্ক্রিপ্ট রেকর্ড করতে হবে। তারপর ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর ভয়েসের ডিজিটাল সংস্করণে তৈরি করতে যার মাধ্যমে কল রিসিভ করে কথা বলতে পারবে।
ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট কল রিসিভ করে অন্য পক্ষকে কীভাবে শুভেচ্ছা জানাবে চাইলে সেটাও সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। কোম্পানিটি আরো জানিয়েছে, ব্যবহারকারী চাইলে ব্যক্তিগত ভয়েসের পরিবর্তে ডিফল্ট সিস্টেম ভয়েস ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।