স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে গৃহবন্দী হয়ে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এর ব্যতিক্রম নয় টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।
করোনার সংক্রমণ থেকে বাঁচতে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলছেন। তবে থেমে নেই মুশি। ঘরটাকে বানিয়ে ফেলেছেন জিমনেশিয়াম, চলছে তার অনুশীলন।
গৃহবন্দী এই জীবনেও ফিটনেস ঠিক রাখতে সপ্তাহের সাত দিনই চলছে তার লড়াই। এরমধ্যে শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।
রোজা রেখেই নিজেকে ব্যস্ত রেখেছেন মুশফিক। আগের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই টাইগার ক্রিকেটার। কোনোভাবেই অলসতা পেয়ে বসেনি ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে। চলছে তার রানিং, পুশ-আপ, সিট-আপ, চেস্ট-আপ ও ওয়েট লিফটিং!
সেই ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও প্রকাশ করলেন নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে। শনিবার সেই ভিডিওতে রোজাকে অজুহাত হিসেবে দাঁড় না করাতে আহ্বান জানিয়েছেন তিনি।
সেই ভিডিওর ক্যাপশনে মুশফিক লিখেছেন, রোজা রাখা কোনোভাবেই অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ্, রোজা রাখুন আর পরিশ্রম করুন। সবাই নিরাপদ থাকুন, ঘরে থাকুন আর একে অপরের জন্য দোয়া করুন।
প্রসঙ্গত, করোনার মহামারীতে অসহায় মানুষদের এরইমধ্যে মুশফিক দান করেছেন নিজের এক মাসের বেতনের অর্ধেক। নিজ শহর বগুড়ার স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি দিয়েছেন।
পাশাপাশি দেশের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলারও ঘোষণা দিয়েছেন মুশি। যে ব্যাট থেকে বিক্রীত অর্থ দেওয়া হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য গড়া তহবিলে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.