আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোতে যোগ না দেওয়ার জন্য ফিনল্যান্ডকে দেওয়া পুতিনের সতর্কবার্তা ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। পুতিনের হুমকি-ধামকির তোয়াক্বা না করে ফিনল্যান্ড যে ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে তা এক রকম নিশ্চিত। পুতিন সে আশঙ্কায় ইউক্রেনে আগ্রাসন শুরু করেছেন ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে ঠিক একই ব্যাপার ঘটবে। রাশিয়ার দোরগোড়ায় পৌঁছে যাবে ন্যাটো।
এই অবস্থায় পুতিন কী পদক্ষেপ নিতে পারেন তা বৃহস্পতিবার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তুলে ধরেছে বিবিসি। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে পুতিন তিনটি পদক্ষেপ নিতে পারেন বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে।
সামরিক পদক্ষেপ
পুতিন ফিনল্যান্ডে সেনা পাঠাতে পারেন। কিন্তু এই মুহূর্তে রাশিয়ার বিপুল সংখ্যক সেনা ইউক্রেনে ‘বিশেষ অভিযানে’ মোতায়েন রয়েছে। তাই হঠাৎ করে এই অবস্থায় ফিনল্যান্ডে পুতিনের সেনা পাঠানোর সম্ভাবনা সেই বলেই ধারণা করা হচ্ছে। ইউক্রেন-রাশিয়ার ৮০০ মাইল (১৩০০ কিলোমিটার) যৌথ সীমান্তের কাছাকাছি রাশিয়ান সৈন্যদের দক্ষিণে ফের মোতায়েন করা হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুতিন হয়তো ফিনল্যান্ডের সীমান্তের কাছাকাছি সৈন্য এবং ক্ষেপণাস্ত্র উভয়ই স্থানান্তরিত করবেন। বিমান ও নৌ টহলও শুরু করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
হাইব্রিড যুদ্ধ
বেশ কিছু সময় ধরে ইউরোপীয় দেশ গুলোকে লক্ষ্য করে সাইবার হামলা এবং সাইবার গুপ্তচরবৃত্তি চলছে। ন্যাটোতে যোগ দিলে এই একই পদক্ষেপ এখন ফিনল্যান্ড এবং সুইডেনেও নেওয়া হতে পারে বলেই মনে হচ্ছে। যদিও সাইবার হামলা এবং সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।
বিদ্রোহ
পুতিন ধীরেসুস্থে কাজ করেতে পছন্দ করেন। তাই তিনি হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে এই দুটি নর্ডিক দেশের ন্যাটোতে যোগদানের যেকোনো সিদ্ধান্ত বদলে যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জাল অ্যাকাউন্টের সাহায্যে ন্যাটোর বিরুদ্ধে ফিনল্যান্ডে জনমত গঠন করার চেষ্টা করতে পারেন।
শোকের ছায়া নেমেছে সালমান খানের পরিবারে, কান্নায় ভেঙে পড়েছেন বোন অর্পিতা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।