Advertisement
২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মরক্কো।
বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে আর্জেন্টিনার যুবদল ও কলম্বিয়ার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি, যা দলকে বিজয় এনে দেয়।
৭৮ মিনিটে কলম্বিয়ার রেন্টেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর মাঠ ছাড়েন। পরবর্তী সময়ে ১০ জনের কলম্বিয়া আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে আর্জেন্টিনা নিশ্চিত করে ফাইনালের টিকিট।
আগামী ১৯ নভেম্বর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে মরক্কো। ফাইনালে জিতলে আর্জেন্টিনা রেকর্ড সাতবার যুব বিশ্বকাপ শিরোপা জিতবে। উল্লেখ্য, ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।