রাজবাড়ীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় নিহত রিপনের ছোট ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং গাড়িচালক কামালকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তাদের আটক করে এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে রাজবাড়ীর একটি ফিলিং স্টেশনে তেল নেন আবুল হাসেম সুজন। তেল নেওয়ার পর রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এ সময় গাড়ি নিয়ে চলে যেতে চাইলে রিপন বাধা দেন। তখন রিপনকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।
পরে রাতেই ময়নাতদন্ত শেষে রিপনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


