আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের টেলিকম সংস্থা মঙ্গলবার দেশটির শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবিএস- সিবিএন কর্পোরেশন বন্ধের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের অনুগতদের অধীনে থাকা সংসদ চ্যানেলটির লাইসেন্স নবায়নের প্রস্তাব খারিজ করার পর এই সিদ্ধান্ত নিয়েছে টেলিকম কর্তৃপক্ষ।
২০১৬ সালের জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের প্রচার-প্রচারণার বিজ্ঞাপন প্রচারে অস্বীকৃতি জানিয়েছিল চ্যানেলটি। সে সময় ক্ষুব্ধ দুতার্তে নির্বাচনে জয়ী হলে এবিএস- সিবিএন চ্যানেলের লাইসেন্স নবায়ন বন্ধ করার হুমকি দিয়েছিলেন।
বিরোধী আইনপ্রণেতারা চ্যানেলটির কার্যক্রম স্থগিত করার আদেশকে ‘কালো আদেশ’ হিসাবে বর্ণনা করেছেন। বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে অবহিত করার জন্য চ্যানেলটির প্রয়োজন খুব বেশি ছিল।
এক বিবৃতিতে এবিএস-সিবিএন জানিয়েছে যে, জাতীয় টেলিযোগযোগ কমিশনের আদেশ মেনে চলার জন্য মঙ্গলবার সন্ধ্যায় এর কার্যক্রম বন্ধ করা শুরু হবে, এবং সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে লাইসেন্স নবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
চ্যানেলটি বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে সরকার ফিলিপিনো জনগণের সর্বোত্তম আগ্রহের কথা মাথায় রেখে আমাদের অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এই চ্যালেঞ্জিং সময়ে সর্বশেষ সংবাদ ও তথ্য সরবরাহের ক্ষেত্রে এবিএস-সিবিএন এর ভূমিকা এবং প্রচেষ্টা উপলব্ধি করবে।’
রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক বলেছেন, সরকার সম্প্রচারকের সেবার জন্য চ্যানেলটির প্রতি কৃতজ্ঞ, তবে এবিএস-সিবিএন- এর ভাগ্য কংগ্রেসের হাতে নির্ধারিত হবে।
এবিএস-সিবিএন ৬৬ বছর ধরে জনগণকে বিনোদন ও সংবাদ সেবা দিয়ে আসছে। কর্পোরেশনে প্রায় ৭ হাজার কর্মী কাজ করে। দেশব্যাপী টেলিভিশন স্টেশন, রেডিও এবং অনলাইন সামগ্রী বিতরণ করে থাকে এবিএস-সিবিএন। সূত্র- রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



