Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে উত্তরাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে শহশ্রাধিক মানুষ।

শনিবার (২৭ জুলাই) ভোর রাতে এ কম্পন অনুভূত হয় বলে বার্তা রয়টার্সের প্র্রতিবেদনে জানা গেছে।
কতৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কারণে দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন এগুলোর ভিতরে আটকা পড়েছে শতাধিক মানুষ।
দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়নি। তবে বেশ কয়েকটি আফটার শকের কথা বলা হয়েছে।
স্থানীয় মেয়র রাউল ডি সেগন হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা কতটা বাড়বে তা এখনও নিশ্চিত করা যায়নি। প্রকাশিত ছবিতে দেখা যায় ভূমিকম্পে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।