Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানি রিসার্চ সেন্টার জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১০ কিলোমিটার গভীরতায় ৬ মাত্রার রেকর্ড করা হয়েছিল।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকনোলজি অ্যান্ড সিজমোলজি (ফিলভল্যাক্স) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে রেকর্ড করা হয়। এবারের ভূমিকম্পটি টেকটনিক ছিল।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় প্যাসিফিক রিং অফ ফায়ারে রয়েছে। এই কারণে দেশটির দক্ষিণাঞ্চলে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।