আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক নিহত হয়েছে। পশ্চিমতীরের জেনিন শহরের নিকটে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ বছরের বালক মোহাম্মদ আবু সালাহকে সিলাত আল-হারিথিয়া গ্রামে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনারা রবিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুহাম্মদ জারাদাতের বাড়ি ভেঙে দিতে আসলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা ও ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি সেনাদের অভিযোগ, শতাধিক ফিলিস্তিনিদের অংশগ্রহণে হিংসাত্মক দাঙ্গা শুরু হয়। তাদের মধ্যে কেউ কেউ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।