আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে একটি বেদুইন গ্রাম গুঁড়িয়ে দেয়ার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ফিলিস্তিনের ওই গ্রামটিতে গত ৩ মাসের মধ্যে দুই দফা অভিযান চালায় ইসরাইলি বাহিনী। সেখানকার বাসিন্দারা প্রচণ্ড শীতে নারী-শিশুসহ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। খবর আনাদোলুর।
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) গত বৃহস্পতিবার ইসরাইলি এ বর্বরতার নিন্দা জানায়।
এক বিবৃতিতে ফিলিস্তিনে নিয়োজিত ইউ’র বিশেষ দূত এসভেন কোহেন ভন বার্গসর্ডফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলিরা ফিলিস্তিনে যেভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা কোনোভাবেই আইনসম্মত নয়।
ইউ’র এ বিশেষ দূত সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত হামসা আল বাকি নামে এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।
সেখানে বিধ্বস্ত বাড়ির সামনে গত বুধবার থেকে ৭টি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এ গ্রামটির ৬৬ জন।
অবৈধ ইহুদি বসতি নির্মানের জন্য বছরের পর বছর ধরে এভাবেই ফিলিস্তিদের বাড়িঘর দখল করে আসছে দখলদার ইসরাইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।