Close Menu
iNews
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ফিলিস্তিন-ইসরায়েল সংকট : হঠাৎ কেন এই সংঘাত
আন্তর্জাতিক

ফিলিস্তিন-ইসরায়েল সংকট : হঠাৎ কেন এই সংঘাত

By জুমবাংলা নিউজ ডেস্কMay 12, 20215 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে গত কয়েক সপ্তাহ ধরে কট্টর ইহুদি এবং ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের যে ছোটখাটো সংঘাত চলছিল গত সোমবার তা বিপজ্জনক এক লড়াইয়ের রূপ নিয়েছে। সোমবার জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেটে তিন শরও বেশি ফিলিস্তিনি আহত হওয়ার পর গাজা ভূখণ্ড থেকে সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ইসরায়েল দিকে রকেট ছোড়া শুরু করে। খবর বিবিসি বাংলা’র।

বদলা নিতে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করেছে এবং এখন পর্যন্ত পাওয়া খবরে কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে – যার মধ্যে রয়েছে ৯টি শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া রকেটে দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরের দুটো বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে ২০ জনের মতো। উল্লেখ্য, ২০১৪ সালের পরে এই প্রথম গাজা থেকে জেরুজালেমকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। কয়েকটি রকেট শহরের উপকণ্ঠে এসে পড়ে- যদিও হতাহতের কোনো খবর নেই।

জেরুজালেমের সাংবাদিক হরিন্দর মিশ্র বলছেন, গত সাত বছরের মধ্যে সোমবার প্রথম জেরুজালেমে জনগণকে সতর্ক করতে কয়েকবার সাইরেন বেজেছে। ‘জেরুজালেম শহরের পরিস্থিতি থমথমে। শহরের পূর্ব এবং পশ্চিমের মধ্যে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। মোড়ে মোড়ে এবং স্পর্শকাতর প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলোর বাইরে প্রচুর পুলিশ। অনেক বছর পর জেরুজালেমে এরকম টান টান উত্তেজনা।

জেরুজালেম লক্ষ্য করে রকেট ছোড়ার ঘটনাকে ইসরায়েল খুবই গুরুত্বের সাথে নিয়েছে। প্রধানমন্ত্রী বিনইয়মিন নেতানিয়াহু বলেছেন, হামাস ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং এর শাস্তি তাদের পেতে হবে। পরপরই শুরু হয় গাজায় ইসরায়েলি বোমা হামলা। ইসরায়েলি বিভিন্ন মিডিয়ার খবরে বলা হচ্ছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় পাঁচ হাজার রিজার্ভ সৈন্য মোতায়েনের এক প্রস্তাব অনুমোদন করেছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন দফা এই সংঘাত ও রক্তপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যস্থতার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। গাজায় নির্ভরযোগ্য ফিলিস্তিনি সূত্র উদ্ধৃত করে রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে মিসর এবং জাতিসংঘের পক্ষ থেকে হামাস নেতা ইসমাইল হানিয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

হঠাৎ এই সংঘাত কেন?

কিন্তু কভিড প্যানডেমিকের মধ্যে নতুন করে এই লড়াই-সহিংসতা বাধল কেন? বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা জেরেমি বোওয়েন বলছেন, দশকের পর দশক ধরে দুই পক্ষের মধ্যে বিরোধর মূলে যেসব কারণ সেগুলোর কোনো সমাধান এতদিনেও হয়নি বলেই ঘুরে ফিরে এই সংঘাত বাধে।

তিনি বলেন, এবারের সংঘাতের কেন্দ্রে জেরুজালেম। রমজানের সময় পুলিশের বাড়াবাড়ি এবং আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত একটি তৎপরতা নিয়ে শুরু হয়েছে নতুন দফার এই বিরোধ … তবে অন্যকোনো কারণেও এটি শুরু হতে পারত।

পূর্ব জেরুজালেমের আরব অধ্যুষিত এলাকা শেখ জারাহ থেকে চারটি ফিলিস্তিনি পরিবারকে বাড়িছাড়া করার এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গত কয়েক সপ্তাহ ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। শেখ জারায় যে জমির ওপর ওই চারটি ফিলিস্তিনি পরিবার গত প্রায় ৭০ বছর ধরে বসবাস করছে- হঠাৎ তার মালিকানা দাবি করে কয়েকজন কট্টরপন্থী ইহুদি। জেরুজালেম নগর কর্তৃপক্ষ এবং শহরের একটি নিম্ন আদালত সেই দাবি মেনেও নেয়। ফিলিস্তিনিদের ক্ষোভের সূচনা সেখান থেকেই।

বহুদিন ধরেই ফিলিস্তিনিদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে যে ইসারায়েলি দক্ষিণপন্থীরা জেরুজালেম থেকে ছলেবলে তাদের উৎখাত করতে বদ্ধপরিকর, এবং শেখ জারাহ থেকে ওই চারটি পরিবারকে বাড়িছাড়া করার সিদ্ধান্ত সেই ছকেরই অংশ। শেখ জারাহ এবং জেরুজালেমের পুরনো এলাকার বিভিন্ন জায়গায় গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কিশোর তরুণদের সাথে লেহাবা এবং আরো কিছু কট্টর ইহুদি সংগঠনের সদস্যদের সাথে বিচ্ছিন্নভাবে হাতাহাতি, গালিগালাজ বিনিময় চলছিল। এরই মধ্যে রোজার শুরুতে পুলিশ জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর কিছু বিধিনিষেধ বসালে পরিস্থিতির আরো ঘোলাটে হয়ে ওঠে।

যেমন, বহুদিন ধরেই রোজার সময় পুরনো শহরের দামেস্ক গেটের চত্বরে সন্ধ্যায় জমা হয়ে ইফতার করে অনেক ফিলিস্তিনি। এবার ইসরায়েলি পুলিশ তা নিষিদ্ধ করে – যা নিয়ে ক্ষোভ তৈরি হয়। সেই সাথে যোগ হয় কট্টর ইহুদিদের ‘জেরুজালেম দিবস‘ কুচকাওয়াজ নিয়ে উত্তেজনা। ১৯৬৭ সালে আরবদের সাথে যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের ঘটনাকে ইসরায়েলি দক্ষিণপন্থীরা প্রতিবছর উদযাপন করে। প্রতিবছর ১০ মে এই উপলক্ষে কয়েক হাজার ইহুদি পূরব জেরুজালেমের ফিলিস্তিনি এলাকার ভেতরে দিয়ে মিছিল করে।

এবছর ঘটনাক্রমে দিনটি পড়েছে রোজার ভেতর। ফিলিস্তিনিরা চেয়েছিল এবার যেন ওই মিছিলের রুট বদলানো হয়। কিন্তু ইসরায়েলি পুলিশ বা নগর কর্তৃপক্ষ তাতে কান দেয়নি যা নিয়ে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ ছিল । তবে সোমবার শেষ মুহূর্তের এক সিদ্ধান্তে মিছিলটি ফিলিস্তিনি এলাকায় যেতে দেওয়া হয়নি।

ইসরায়েলি রাজনীতির যোগসূত্র

সোমবার সকালে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশি অভিযান, তারপর সেই রাতেই ইসরায়েলকে লক্ষ্য গাজা থেকে রকেট ছোড়া এবং গাজায় ইসরায়েলি বিমান হামলার পর সংঘাত যে বিপজ্জনক চেহারা নিয়েছে- তা ২০১৮ সালের পর দেখা যায়নি। সাংবাদিক হরিন্দর মিশ্র বলছেন, কয়েক বছর ধরে শান্তি আলোচনায় পুরোপুরি স্থবিরতা এবং কভিড প্যানডেমিকের কারণে বহু মানুষ যে অর্থনৈতিক চাপে পড়েছেন সেটিও বহু মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা তৈরি করেছে যেটি, তার মতে, সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও এ সংঘাতর পেছনে কাজ করছে বলে মনে করেন তিনি।

গত দুই বছর ধরে ইসরায়েলে একের পর এক নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। গত নির্বাচনের পরও বেনইয়ামিন নেতানিয়াহু শরিক জোগাড় করে সরকার গঠন করতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট বিরোধী ইয়েস আডিট দলের নেতা ইয়ার লাপিডকে সরকার গঠনের সুযোগ দেন।

হরিন্দর মিশ্র বলেন, সরকার গড়তে হলে আরব দলগুলোর সমর্থন দরকার লাপিডের। সেই চেষ্টা তিনি করছিলেন। এখন জেরুজালেমের ঘটনাপ্রবাহ, ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঘটনায় আরব দলগুলো তো আর কথা বলতে চাইছে না। সোমবারের পর লাপিড এবং তার বর্তমান শরিকদেরও এখন সরকার ও সেনাবাহিনীকে সমর্থন দেওয়া ছাড়া গত্যন্তর থাকবে না।

ফলে, জোট সরকারের গঠনে লাপিডের চেষ্টা ঝুঁকিতে পড়ে গেছে। সুতরাং, হরিন্দর মিশ্র মনে করেন, চলতি এই সংঘাতের রাজনৈতিক ফায়দা এখন নিশ্চিতভাবেই পাবেন নেতানিয়াহু। এখন পরিস্থিতির চাপে লাপিড যদি জোট গঠনে ব্যর্থ হন, তাহলে ইসরায়েলে আরেক দফা নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। এবং ফিলিস্তিনিদের সাথে চলতি এই বিরোধ হয়তো সেই নির্বাচনে নেতানিয়াহুকে সাহায্য করতে পারে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

আন্তর্জাতিক আইনের আমার প্রয়োজন নেই : ট্রাম্প

January 9, 2026
মোদি

মোদি সময়মতো ট্রাম্পকে ফোন না করায় ভেস্তে যায় ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি

January 9, 2026
ইন্টারনেট বন্ধ

ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র, ইন্টারনেট বন্ধ

January 9, 2026
Latest News
ট্রাম্প

আন্তর্জাতিক আইনের আমার প্রয়োজন নেই : ট্রাম্প

মোদি

মোদি সময়মতো ট্রাম্পকে ফোন না করায় ভেস্তে যায় ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি

ইন্টারনেট বন্ধ

ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র, ইন্টারনেট বন্ধ

Green Land

গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

ট্রাম্প

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

ট্রাম্প

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

কারফিউ জারি

সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি

ব্ল্যাক সামার

অস্ট্রেলিয়ায় কি ফিরছে সেই ভয়ংকর ‘ব্ল্যাক সামার’ দাবানল

earth

পৃথিবী ধ্বংসের বিষয়ে যে ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা

আন্তর্জাতিক সংস্থা

৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.