Advertisement
পর্তুগাল সোমবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে, যা ইউরোপের দেশ হিসেবে তাদের পররাষ্ট্র নীতির এক গুরুত্বপূর্ণ বাস্তবায়ন।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল নিউইয়র্কে জাতিসংঘে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করা হচ্ছে।
তিনি আরও জানান, এই পদক্ষেপ গাজায় মানবিক বিপর্যয় কমাবে না, তবে ইসরায়েলের অবৈধ বসতি ও চলমান ধ্বংসের নিন্দা জানানো হয়েছে।
এর আগে একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য ও কানাডা এটি প্রথম জি৭ দেশ হিসেবে করেছে। আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশও একই পথে এগোবার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।