ফিল্মি কায়দায় এক মিনিটে কোটি টাকার পাঁচ বিলাসবহুল গাড়ি নিয়ে পালাল চোর!

গাড়ি চুরি

আন্তর্জাতিক ডেস্ক: একেবারে ফিল্মি কায়দায় ৭ কোটি টাকার ৫টি গাড়িকে এক মিনিটের মধ্যে গ্যারাজ থেকে চুরি করে পালিয়েছে চোরের দল। দুঃসাহসিক সেই চুরির ঘটনা ধরা পড়েছে ক্লোজড সার্কিট ক্যামেরায়।
গত ১১ নভেম্বর গাড়ি চুরির এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এসেক্স কাউন্টির বুলফান গ্রামে। সোমবার সেই ঘটনা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, চোরেরা খবর পেয়েছিল এসেক্স কাউন্টির একটি গ্যারাজে কয়েক কোটি টাকার গাড়ি রয়েছে। তার পরই রাতের অন্ধকারে সেখানে হানা দেয় চোরের দল।

প্রথমে গ্যারাজের মূল গেট ভেঙে ফেলে চোরেরা। তার পর একের পর এক গাড়ি চালিয়ে এক মিনিটের মধ্যে চুরি পর্ব শেষ করে চম্পট দেন তারা।
গাড়ি চুরি
যে পাঁচটি গাড়ি চুরি হয়েছে তার মধ্যে রয়েছে— অ্যারিয়েল অ্যাটম, মার্সিডিজ এ৪৫ এএমজি ৪ ম্যাটিক, পোর্শে কেইয়েন, পোর্শে ৯১১ ক্যারেরা এবং মার্সিডিজ মেব্যাক।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চোরেদের মধ্যে এক জন গেটের সামনে দাঁড়িয়ে গাড়িগুলিকে বের করতে সাহায্য করছিলেন।

পুলিশ জানিয়েছে, ৫টি গাড়ির মধ্যে মার্সিডিজ মেব্যাক গাড়িটি উদ্ধার হয়েছে। বাকি ৪টি গাড়ির খোঁজ চালানো হচ্ছে।

ভিডিওটি দেখুন…

Thieves steal luxury cars worth £700k

সূত্র: ইন্ডিয়া টাইমসআনন্দবাজার

এই যানবাহন দিয়ে মাত্র ১৫ টাকায় যাওয়া যাবে ৩০০ কিলোমিটার