ফুটসালের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাফুফে। আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাই সামনে রেখে নিয়োগ দেয়া হয়েছে বিদেশি কোচ। বাস্তবতার নিরিখে বাছাইপর্ব উতরানো কঠিন হলেও এই ডিসিপ্লিনটি শুরু করাকেই বড় করে দেখছে বাফুফে। এ জন্য ট্রায়াল থেকে পাওয়া ফুটবলার নিয়ে দ্রুতই মিরপুর ইনডোর অথবা হ্যান্ডবল স্টেডিয়ামে ক্যাম্প শুরু করবেন ইরানিয়ান কোচ সাইদ খোদারাহমি।
ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয় ফুটসাল। দেরিতে হলেও ফুটবলের এই ডিসিপ্লিনের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এ জন্য প্রথমবারের মতো নিয়োগ দেয়া হয়েছে বিদেশি কোচ।
এশিয়ান কাপ ফুটসালের মূল পর্বে জায়গা করতে তিন মাসের জন্য ইরানিয়ান কোচ সাইদ খোদারাহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে। সেপ্টেম্বরে মালয়েশিয়া অনুষ্ঠিত হবে বাছাই। যা নিয়ে কোনো অলীক স্বপ্ন না দেখিয়ে বাস্তবতায় পা রাখতে চান ইরানিয়ান কোচ।
ফুটসাল কোচ সাইদ খোদারাহমি বলেন, ‘আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না। তবে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে একটা সময় ভালো কিছু হবে। এ জন্য পারস্পারিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি ফুটসালে বাংলাদেশের অবস্থান কোথায়। সুতরাং সে অনুযায়ীই প্রত্যাশা রাখা উচিৎ হবে।’
সত্যিকার অর্থেই ফুটসালের কোনো কাঠামো নেই বাংলাদেশে। ভরসা বলতে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম আর মিরপুর ইনডোর। ক্যাম্প পরিচালনার জন্য যেকোনো একটা বেছে নেবে বাফুফে। প্রতিবন্ধকতা থাকলেও সবার সহযোহিতায় এই ডিসিপ্লিনটি শুরু করাকেই বড় করে দেখছেন বাফুফে সভাপতি।
তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের এই যাত্রা লম্বা। এখান থেকে আমরা আর পিছিয়ে যাবো না। আমাদের মিশন যে জায়গা থাকবে সে জায়গাই অবশ্যই যাবো। সবাই মিলিতভাবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমাদের ভবিষ্যৎ মিশন খুব ক্লিয়ার। বাংলাদেশের ট্রেডিশনাল গ্রাস পিচের মতো লিগ হবে। এখন আমরা পুরুষ দল নিয়ে নেমেছি, সামনে মহিলা দলও অন্তর্ভূক্ত করব।’
ফুটসালে পা রাখতে এরই মধ্যে ট্রায়ালের মাধ্যমে ৫৩ জন ফুটবলার বাছাই করেছে বাফুফে। আরও কয়েকজন প্রবাসীকে রাডারে থাকলেও, তাদের অধিকাংশেরই ইচ্ছা ফুটবলে। তাই আপাতত এই কয়েকজনকে নিয়েই মিশন শুরু করছে ফুটসাল কমিটি।
এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড হবে ১৪ জনের। তার আগে প্রাথমিক ট্রায়াল থেকে দলে জায়গা করা ফুটবলারদের মধ্য অনুষ্ঠিত হবে আরও একটা বাছাই। সেখান থেকে ২৪ জনকে বেছে নেবেন নতুন কোচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।