কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্রীশ্রী দামোদর ব্রত সমাপনী দিবস উপলক্ষে ধরলা নদীর পাড়ে স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টায় এই স্নান উৎসবে শতশত ভক্তের ঢলে মুখরিত হয় উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পাড়।
লালমনিরহাট বানিয়ারদিঘী-শ্রীশ্রী রাধাগিরিধারী ইসকন মন্দিরের আয়োজনে এই প্রথমবারের মতো শ্রীশ্রী দামোদর ব্রত সমাপনী দিবস ও রাস পূর্ণিমা তিথিতে ধরলা নদীতে গঙ্গাস্নান উৎসবটি অনুষ্ঠিত হয়।
ধরলার পাড়ে গিয়ে দেখা গেছে, কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে রোদ উপেক্ষা করে স্নান করতে আসা শতশত ভক্তের ঢলে মুখরিত ধরলার পাড়।
নাওডাঙ্গা থেকে আসা স্বপ্না রানী ও আরতী বালা জানান, পরিবারের সুখ-শান্তি ও দেশের মঙ্গল কামনার্থে প্রতি বছরই আমরা দামোদর ব্রত পালন করি।
লালমনিরহাট বানিয়ারদিঘী শ্রীশ্রী রাধাগিরিধারী ইসকন মন্দিরের সভাপতি শ্রী পাদ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক শ্রী মান পূজ্য চৈতন্য সেবক দাস ব্রহ্মচারী জানান, এই প্রথমবার দামোদর ব্রত সমাপনী দিবস ও রাস পূর্ণিমা তিথিতে ধরলা নদীতে গঙ্গাস্নান উৎসব শান্তিপূর্ণভাবে পালন হওয়ায় শতশত ভক্ত ও পুলিশ বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতেও এমন উৎসবমুখর পরিবেশে গঙ্গাস্নান উৎসব পালন করা হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ও লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, সনাতন ধর্মালম্বীরা যেন শান্তিপূর্ণভাবে গঙ্গাস্নান উৎসব পালন করতে পারেন সেজন্য টহল জোড়দার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।