কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ সোমবার (২৬ আগস্ট) গরুর পঁচা মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। এর আগে মাংস বিক্রেতা (কসাই) শফিকুল ইসলাম এবং তাজুল ইসলাম অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন।
পরে ইউএনও ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক প্রায় এক মণ পঁচা মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন হাট ইজারাদারকে।
ইউএনও মাছুমা আরেফিন ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে খরিবাড়ী হাটবাজার ইজারাদারকে ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করেছেন।
জানা গেছে, সোমবার উপজেলার খরিবাড়ী বাজারে প্রতিদিনের মতো স্থানীয় ভাঙ্গামোর ইউনিয়নের মৃত তৈয়ব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৭) এবং শরিয়তুল্লাহের ছেলে তাজুল ইসলাম (৩২) পঁচা গরুর মাংস বিক্রয় শুরু করেন।
এ খবর পেয়ে উপজেলা ভারপ্রাপ্ত স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে উপজেলা ইউএনওকে জানালে তিনি সেখানে দ্রুত উপস্থিত হয়ে এ অভিযান চালান। এ সময় মাংস বিক্রেতা অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাছুমা আরেফিন জানান, মাংস বিক্রেতার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।