কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনসচেতনতা বৃদ্ধি ও করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন বাজারে দ্রব্যের মূল্য মনিটরিংসহ ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেছিন ও অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়।
ফুলবাড়ী বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ কালে ইউএনও মোছাঃ মাছুমা আরেফিন বলেন, বর্তমানে সারাবিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এর থেকে রেহাই পেতে সব সময় পরিস্কার পরিছন্ন থাকতে হবে। সেই সাথে হাঁচি-কাশির সময় মূখ ঢেকে রাখতে হবে এবং ঘনঘন সাবান-দিয়ে হাত মুখ ধুতে হবে। হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা যাবে না। জনসমাগম এড়িয়ে চলবেন। ৬৬ টি জন প্রবাসীকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। কোনও প্রবাসী বাইরে ঘুরাফেরা করতে দেখলে প্রশাসনকে জানাবেন। অথরা লিফলিটে দেওয়া হটলাইন নাম্বারে যোগযোগ করবেন। কোনও ব্যবসায়ী/ কারও দ্বারা জনসাধারণের ভোগান্তির সৃষ্টি করা হলে প্রশাসন যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরও জানান, করোনাভাইরাস মোকাবেলায় গত ১৩ মার্চ থেকে প্রশাসনের নজরদারি অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।