কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উদয়াস্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর ওমেন ইনিশিয়েটিভ ফর ডিভেলপমেন্ট প্রকল্পের অধীনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ১ হাজার ৫০টি পরিবারের স্পন্সর শিশুর মায়েদের মাঝে নারীর মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ও সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের মাঠে প্রতিটি মাকে শাড়ি, গামছা, বালতি, স্যান্ডেল, সাবান, চিড়ুনি, নারিকেল তেল, নেইল কাটার, টর্চলাইটসহ বিভিন্ন উপকরণ বিতারণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়া, শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, ইউএসএস প্রকল্পের প্রোগ্রাম ফ্যাসিলেটর আব্দুর রউফ ও সমন্বয়কারী কায়কোবাদ হোসেনসহ স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.