কুড়িগ্রাম প্রতিনিধি: এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছে সরকার। এই আহবানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মের্সাস হাসানুর ভ্যারাইটিজের মালিক হাছেন আলী গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে হাছেন আলী নিজ উদ্যোগে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ৩০ জন ভ্যানচালককে ৫ কেজি চাউল, আধা কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ৩ কেজি আলু, আধা কেজি সোয়াবিন তেল ও ১টি করে সাবান বিতরণ করেছেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন বালারহাট বাজারে টহলরত পুলিশের এ এস আই মোয়াজ্জেম হোসেন, নাওডাঙ্গা ছাত্রলীগের আহবায়ক মানিক মিয়া বাবু এবং ব্যবসায়ী হাসানুর রহমান প্রমুখ।
বিতরণকালে ফুলবাড়ী থানার এএসআই মোয়াজ্জেম হোসেন ভ্যানচালকদের উদ্দেশে বলেন, আপনারা সবসময় মুখে মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। ভালো করে সাবান দিয়ে হাত ধোঁবেন।
ব্যবসায়ী হাছেন আলী বলেন, এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কর্মহীনদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। আশা করি, এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি শিগগিরই কেটে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।