কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবীসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৬ মে) সকাল সাড়ে ৭টায় ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডা সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে বিজিবির সদস্যরা আন্তর্জাতিক মেইন সীমানা পিলার ৯২৮ এর সাব পিলার ৩ এস এর পাশ থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুলাঘাট এলাকা থেকে পিক্যাপটি আটক করে। এ সময় অবস্থার বেগতিক দেখে পিক্যাপ চালকসহ চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়।
আটক পিক্যাপটিতে ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৩ পিস শাড়ি ও ৮৪ পিস শেরওয়ানী পাঞ্জাবী সহ ভ্যানটি লালমনিহাট ১৫ বিজিবি’র সদর দপ্তরে নিয়ে আসে। জব্দকৃত পিক্যাপসহ এসব ভারতীয় পন্যের বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ ৩ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
এ প্রসঙ্গে লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel