ডেভিড দানেশগার আমেরিকার ক্যলিফোর্নিয়াতে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ফুলের প্রতি তার আলাদা আকর্ষন কাজ করতো। তার এ নেশাকে সে পেশায় পরিনত করতে চেয়েছিলো। কিন্তু ব্যবসা শুরু করার জন্য তার পুঁজি ছিলোনা। বিশ্ববিদ্যালয়ের এক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ডেভিড ৩০,০০০ ডলার পুরস্কার জিতেছিলো।
এরপর ডেভিডের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে তার ২ বন্ধুকে নিয়ে ব্লুমনেশন নামে একটি অনলাইন সাইট চালু করে। এই পোর্টালের মাধ্যমে আমেরিকার সব ফুলপেমিক মানুষের মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়েছিলেন তিনি। বর্তমানে সূর্যমুখী, গোলাপ, শার্লি, নীলাবা গোলাপি, হেলেনা সহ অসংখ্য ফুল বিক্রি করছেন ডেভিড।
আমেরিকার ক্যলিফোর্নিয়াতে ১৯৮৪ সালে মাত্র ৭০০ ডলার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন জন পল ডিজোরিয়া। ঐ সময়ে তার বয়স ছিলো ২২ এবং ২ সন্তানের জনক। সবথেকে বড় কথা হলো তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিলো ও গৃহহীন অবস্থায় জীবনের নির্মমতা বুঝেছিলেন। জন বিভিন্ন হেয়ার প্রোডাক্ট বিক্রি শুরু করেন।
যেমন চুলের বিভিন্ন ধরনের লোশন, চুল শুকানোর যন্ত্র, পুরুষ ও মহিলার জন্য বিশেষভাবে তৈরি শ্যাম্পু। জন পলের এই ব্যবসা তাড়াতাড়ি আলোর মুখ দেখে। সে বিলিওনিয়ার হতে খুব বেশি সময় নেয়নি। ব্যবসার পাশাপাশি সমাজ সেবা করছেন তিনি। বিশ্বের গৃহহীন মানুষ ও উদ্বাস্তু শিশুদেন জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন জন পল।
ডিজোরিয়া ১৯৮৯ সালে প্যাট্রন স্পিরিটস কোম্পানি সহ-প্রতিষ্ঠা করেন ও হাউস অফ ব্লুজ নাইটক্লাব চেইনের একজন প্রতিষ্ঠাতা অংশীদার, এবং মাদাগাস্কার অয়েল লিমিটেড, পাইরাট রাম, স্মোকি মাউন্টেন বাইসন ফার্ম, এলএলসি, আল্টিম্যাট ভোডকা, সোলার ইউটিলিটি, সান কিং সোলারে আগ্রহ রয়েছে তার।
টাচস্টোন ন্যাচারাল গ্যাস, থ্রি স্টার এনার্জি, ডায়মন্ড অডিও, একটি হারলে-ডেভিডসন ডিলারশিপ, একটি ডায়মন্ড কোম্পানি (ডিজোরিয়া), মোবাইল প্রযুক্তি বিকাশকারী রক আমেরিকাস নিয়ে কাজ করেছেন।
2008 সালে, ডিজোরিয়া দ্য বিউটি চ্যানেলের উপদেষ্টা বোর্ডের সদস্য হন; একটি স্ট্রিমিং সৌন্দর্য এবং ফ্যাশন-কেন্দ্রিক টেলিভিশন স্টেশন। ডিজোরিয়া একজন নির্বাহী প্রযোজক এবং অভিনেতা হিসাবে চলচ্চিত্র শিল্পে সক্রিয় ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।