জুমবাংলা ডেস্ক : বিজয় দিবসে স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শিক্ষকদের হাতাহাতির সময় শহীদদের শ্রদ্ধার জন্য আনা ফুলের মালা ছিঁড়ে গেলে শেষ পর্যন্ত শ্রদ্ধার অনুষ্ঠানই পণ্ড হয়ে যায়। বুধবার বেলা ১১টার দিকে পাবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবির জয় বলেন, বর্তমান শিক্ষক সমিতির মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ সমিতির ব্যানারে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক দেওয়ার জন্য আসেন সমিতির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. ফজলুল হকসহ তার অনুসারীরা। এ সময় সাধারণ শিক্ষকরা পুষ্পস্তবক অর্পণে অংশ নিতে গেলে তিনি বাধা দেন। এতে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে।
বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফজলুল হক বলেন, জাতীয় দিবসগুলোতে কর্মসূচি পালন করার অংশ হিসেবে সকালে স্বাধীনতা চত্বরে আমিসহ শিক্ষকরা ফুল দিতে গেলে শিক্ষকদের একাংশ বাধা দেন। তারা অপ্রীতিকর ঘটনা ঘটান।
পাবিপ্রবির প্রক্টর ড. প্রীতম কুমার দাস বলেন, শিক্ষকদের মধ্যে একটু ভুল বুঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।