ফেঁসে গেলেন ড. সাদিক, বেঁচে গেলেন ব্যারিস্টার সুমন

জুমবাংলা ডেস্ক : ৫ আগস্টের পট পরিবর্তন ও দ্রুততম সময়ে সংসদ ভেঙে দেওয়ায় ‘ফেঁসে গেলেন’ সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের। শুল্ক পরিশোধ ও কাস্টমসের শর্তাবলি পুরণ না হওয়ায় প্রায় ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে কাস্টমস কর্তৃপক্ষ। এ মাসের মধ্যেই নিলামের তারিখ চূড়ান্ত হবে।

তবে অল্পের জন্য বেঁচে গেলেন হবিগঞ্জের সাবেক এমপি ও বহুল আলোচিত-সমালোচিত ব্যারিস্টার সুমন। তিনি গত জুলাই মাসেই চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, বিলাসবহুল গাড়ির শুল্কসহ বাজারমূল্য ৮ থেকে ১২ কোটি টাকা। গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি ৩ হাজার থেকে ৪ হাজার সিসি। স্বাভাবিকভাবে এ ধরনের গাড়ির ওপর ৮৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়ে থাকে। কিন্তু এমপিরা এসব গাড়িতে পেতেন শতভাগ শুল্কমুক্ত সুবিধা। এখন সংসদ না থাকায় তারা শুল্কমুক্ত সুবিধা আর পাবেন না।

চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব চৌধুরী জানান, যেসব চালানের পণ্য আমদানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস নেন না, কিন্তু ব্যবহারের উপযোগিতা থাকে, সেগুলো নিলামে তোলে কাস্টম হাউস। যেসব পণ্য নষ্ট হওয়ায় ব্যবহারের উপযোগিতা হারিয়েছে কিংবা বিপজ্জনক, সেগুলো ধ্বংস করা হয়। তবে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে আমদানি পণ্য নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে তা সংগ্রহ করতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের নিলাম শাখায় প্রেরণ করে। নিলাম শাখা তখন সংশ্লিষ্ট আমদানিকারককে নোটিশ দেয়। নোটিশের ১৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ না নিলে সর্বমোট ৪৫ দিনের মধ্যে পণ্য নিলামে তুলতে পারে কাস্টমস।

এদিকে অল্পের জন্য বেঁচে গেলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি ছাত্র আন্দোলনের পরিস্থিতি আঁচ করতে পেরে গত জুলাইয়ে চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন।

পাসওয়ার্ড পাল্টে ছয় দিনে অবৈধ ৪৫৯ জন্মনিবন্ধন