স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা-মেসির সম্পর্কটা যে তিক্ত হতে শুরু করেছে তার প্রমাণ মিললো রবিবার। আগেই জানা গিয়েছিল, প্রাক মৌসুম প্রস্তুতিতে হয়তো যোগ দেবেন না মেসি। সে জন্য করোনা পরীক্ষাও করাবেন না। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দলের পিসিআর টেস্টে হাজির হননি তিনি। যে কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারে বার্সেলোনা!
গত মাসে এমনটি হয়েছিল দলটির ব্রাজিলীয় মিডফিল্ডার আর্থার মেলোর বেলাতেও। চুক্তির মেয়াদের আরও মাস কয়েক বাকি থাকলেও, মেলো আর ক্লাবটির হয়ে মাঠে নামতে চাননি। যে কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছিল বার্সেলোনা।
সোমবার নতুন কোচ রোন্যাল্ড কোম্যানের অধীনে শুরু হতে যাচ্ছে বার্সার প্রথম অনুশীলন। তার আগেই এই করোনা পরীক্ষা করানোটা বাধ্যতামূলক। এখন মেসির পিসিআর টেস্টে অনুপস্থিতিতে এটা স্পষ্ট হয়েই গেলো যে প্রাক মৌসুম প্রস্তুতিতে কোনওভাবেই অংশ নিচ্ছেন না মেসি।
অবশ্য এমনটি করার পেছনে মেসির আইনজীবীদেরই ভূমিকা বেশি। তারা মেসিকে পরামর্শ দিয়েছেন, যদি তিনি কোনওভাবে ২০২০-২১ মৌসুমের ক্যাম্পেইনে অংশ নিয়ে ফেলেন, তাহলে ২০১৯-২০২০ মৌসুমে যে দল ছাড়ার কথা বলছেন, সেখানে আইনি বাধার মধ্যে পড়তে পারেন। ইএসপিএন জানিয়েছে, রবিবারের টিম মিটিংয়েও অনুপস্থিত থাকার পরিকল্পনা করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।