স্পোর্টস ডেস্ক: দুই কিংবদন্তির লড়াই। কোর্টের ভিতরেই নয়, বাহিরেও ছিলো ভক্তদের উত্তাপ। প্রত্যাশানুযায়ী জমলো না সেই ম্যাচ। সুপার ফ্লপ রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের লড়াই। অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনাল ম্যাচে অতি সহজে জয় ছিনিয়ে নিলেন জকোভিচ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মেলবোর্ন পার্কে সেমির লড়াইয়ে বাজিমাত জোকোভিচের। দুই ঘণ্টা ১৮ মিনিট স্থায়ী এই ম্যাচে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারকে ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৩ গেমে হারালেন সার্বিয়ান গ্রেট। সেই সঙ্গে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন জোকো পা রাখলেন ফাইনালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।