জুমবাংলা ডেস্ক : ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কাভার্ডভ্যান পেছন থেকে ফেনী অভিমুখী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত ও অন্তত ১০জন আহত হয়। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। সদর উপজেলার লেমুয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষে তারা শহরে ফিরছিলেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ দুর্ঘটনায় পাঁচজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে গুরুতর আহত তিনজনকে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে তিনি জানান। দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ি উদ্ধারে কাজ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।