জুমবাংলা ডেস্ক : ফেনীতে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন- সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নজরুল ইসলাম, তাঁতি দলের ইউনিয়ন শাখার নেতা আবদুল মোতালেব, ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি শরীফুল ইসলাম, সাবেক সভাপতি আহসান সুমন ও তার ভাতিজা মো. সামি, ইউনিয়ন ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, কালীদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাঈন উদ্দিন, ছাত্রদল কর্মী রিফাউল আলম মজুমদার, মেহেদী হাসান এবং স্থানীয় সাংবাদিক জাহিদুল আলম ও এম কাওছার। এর মধ্যে সাংবাদিক এম কাওছারসহ সাত জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে জড়িত ব্যক্তিরা ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নজরুল ইসলাম ও ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমনের অনুসারী বলে জানা গেছে।
দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকালে ছনুয়া ইউনিয়নের তালতলায় একটি ঘরোয়া বৈঠক করেন ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নজরুল ইসলাম। বৈঠক শেষে তাদের ওপর হামলা করেন ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনের পক্ষের লোকজন।
এ সময় তিন জন আহত হন। রবিবার সকালে নজরুল ইসলামের অনুসারী ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শরীফুল ইসলাম ও মোশাররফ হোসেনকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের উদ্ধারের জন্য নজরুল তার অনুসারীদের নিয়ে ছনুয়া রাস্তার মাথা এলাকায় অবস্থান নিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দেখা যায়।
জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজন এবং কোম্পানীগঞ্জ থেকে একজনসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘আন্দোলনের চেতনা বাস্তবায়নে নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।