ফেনীতে তেল মজুদ করায় ২ প্রতিষ্ঠানের জরিমানা

ফেনী

জুমবাংলা ডেস্ক: ফেনীতে অবৈধভাবে তেল মজুদ করায় দুটি প্রতিষ্ঠানের ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট এবং ফেনী বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা।

ফেনী

সহকারি পরিচালক জানান, গোপন খবরের ভিত্তিতে ওই মার্কেটে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্সের গুদামে ৮টি কার্টন ভর্তি ১৬০ লিটার এবং ফেনী বড় বাজারের ইসলামপুর রোডের ভুইয়া ব্রাদার্স এর গুদামে ৭৬৮ লিটার অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেল পাওয়া যায়। তাই আলম বাদ্রার্সকে ২০ হাজার টাকা এবং ভূইয়া ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে উদ্ধারকৃত তেল তাৎক্ষণিক নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করে দেয়া হয়।

অভিযানে ফেনী সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান, ক্যাব সদস্য খোকনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। সূত্র: বাসস