জুমবাংলা ডেস্ক : ভারি বর্ষণ এবং উজান থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল। বিপদে পড়েছেন লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে বন্যার্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় জামায়াতের আমির বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা এসে আশ্রয় গ্রহণ করেছেন তাদের সাথে দেখা করে খোজ-খবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মু. ফখরুদ্দিন মানিক এবংজামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াতের আমির সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত্ব আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।