জুমবাংলা ডেস্ক: ফেনী জেলায় গত বোরো মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মোঃ একরাম উদ্দিন জানান, ৩০ হাজার ২৭০ হেক্টর জমিতে বোরা আবাদ হয়েছেলো। এতে মোট উৎপাদন হয়েছে ১ লাখ ১৬ হাজার ৫৯৫ মেট্রিক টন ধান। এর আগের মৌসুমে ৩০ হাজার ২০৫ হেক্টর আবাদের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৭৪ মেট্রিক টন উৎপাদন হয়।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয় কান্তি সেন বলেন, বোরো মৌসুমে উফশি জাতের ধানে গড় ফলন হয়েছে তিন দশমিক সাত এবং হাইব্রিড জাতে গড় ফলন হয়েছে চার দশমিক সাত।
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের আবুল হাশেম নামে এক কৃষক বলেন, গতবছরও বোরো মৌসুমে ফসল ঘরে তোলার সময়ে ব্লাস্ট রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারও গুনগুনির কারণে প্রায় ২ সাপ্তাহ আগে ফসল কর্তন করতে হয়েছে। এভাবে হলে প্রান্তিক কৃষকরা আগামীতে বোরো চাষে আগ্রহ হারাবে বলে মন্তব্য করেন তিনি।
পরশুরাম পৌর এলাকায় দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বনিক বলেন, ইতোপূর্বে উপজেলা কৃষি বিভাগে জনবল সংকট থাকলেও নিয়মিত মাঠপর্যায়ে কৃষকদের ধানের নানাবিধ রোগের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং করণীয় সম্পর্কে এলাকাভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, কৃষকের নানামুখী উন্নয়নে এবং সমস্যা সমাধানে কৃষি বিভাগ পাশে আছে। দেশের কৃষি খাত এগিয়ে নিতে সরকার নিয়মিত প্রণোদনা দিচ্ছে। এ খাত আরও সমৃদ্ধ করতে কৃষি বিভাগ সচেষ্ট রয়েছে বলে মন্তব্য্য করেন তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।